সুধী,

অনেকেই জানেন বাংলা উইকিপিডিয়ার পক্ষ থেকে কলকাতা উকিমিডিয়া সম্প্রদায়, কলিকাতা বেহালা বইমেলায় হাজির হয়েছে। আপনাদের সকলের উপস্থিতি একান্তই কাম্য। আজ আমি উপস্থিত ছিলাম, ও  ভাগ্য ক্রমে ফাউন্ডেশনের রুনা ভট্টাচার্য্যের সাথে দেখা হয়ে গেল। বিভিন্ন প্রযুক্তিগত বিষয় নিয়ে কথা বলতে বলতে , এসেই গেল উইকিপিডিয়ার বিষয়বস্তু অনুবাদ টুল টির কথা। এখানেও সেই মুলত একই সমস্যা, অর্থাৎ শব্দের মানের উপাত্তের অভাব। মানে আমরা এটিকে যত বেশি ব্যবহার করব, ততই এটি ভাল অনুবাদ করতে পারবে। তাই সবাইকে অনুরোধ অনুবাদ করতে এই টুলটি ব্যাবহার করুন।

জয়ন্ত