নাহিদ,
মিটআপের ঘোষণা দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা অনেকেই বিভিন্ন কারণে বা ব্যস্ততায় এই ধরনের মিটআপে থাকতে পারি না। আমরা এখানে মিটআপ ও সভার ঘোষণাই শুধু পেয়ে থাকি। কিন্তু কি হল, কি আলোচনা হল, কি সিদ্ধান্ত হল এসব কিছু জানতে পারি না।

মিটআপ বা সভাগুলোর পরে যদি এগুলো নিয়ে ব্লগ পাওয়া যেত তাহলে আমরা সকলেই এগুলো সম্পর্কে অবহিত হতে পারতাম।

সকলে মিলে যদি একটা ব্লগের ব্যবস্থা করতে তাহলে ভাল হয়।

বেলায়েত


On Nov 29, 2016 6:12 PM, "Nahid Sultan" <nahid@wikimedia.org.bd> wrote:

সুধী,

নিয়মিত আড্ডার অংশ হিসেবে উইকিমিডিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ৩রা ডিসেম্বর বিকেল ৪টায় শাহবাগের পাবলিক লাইব্রেরী প্রঙ্গণে উইকিপিডিয়ানদের একটি উন্মুক্ত আড্ডা অনুষ্ঠিত হবে। আপনিও চলে আসতে পারেন। ধন্যবাদ।
বিস্তারিত: https://bd.wikimedia.org/s/kd



_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn