প্রিয় সবাই,

উইকিমিডিয়া বাংলাদেশ-এর আয়োজনে দেশের প্রত্নতাত্ত্বিক ও গুরুত্বপূর্ণ স্থাপনার ছবি নিয়ে বাংলাদেশে পঞ্চমবারেরমত চলছে বিশ্বের সবচেয়ে বড় ছবি প্রতিযোগিতা উইকি লাভস মনুমেন্টস ২০২০। ১ নভেম্বর থেকে শুরু হওয়া মাসব্যাপী স্থায়ী প্রতিযোগিতাটি ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। প্রতিযোগিতা পাতায় দেয়া বাংলাদেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকা থেকে যেকোন সময় তোলা যেকোন স্থাপনার ছবি যত খুশি আপলোড করা যাবে। বিজয়ীদের জন্য আলাদাভাবে আন্তর্জাতিক ও জাতীয় পুরস্কার রয়েছে।

আপনি যদি টুইটার ও ফেসবুকে থাকেন, তাহলে হালনাগাদ সংবাদ ও আরো তথ্যের জন্য Twitter Logo Mini.svg Facebook icon.svg @WLMBangladesh অনুসরণ করুন।

আপনার যদি কোনও প্রশ্ন থাকে, তাহলে নিঃসংকোচে ইমেইল করুন wlm@wikimedia.org.bd ঠিকানায়। আসুন সবাই মিলে উইকিপিডিয়ার মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরি। ধন্যবাদ!


আয়োজক কমিটির পক্ষে,