প্রিয় সবাই,

শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন যে গত ১লা জুলাই থেকে পৃথিবীর ৪০টিরও বেশি দেশের ৪৫টির অধিক সম্প্রদায়ের সাথে বাংলা উইকিপিডিয়ায়ও একযোগে শুরু হয়েছে উইকিপিডিয়ার পাতায় চিত্র যোগ ২০২১

এ আয়োজনে অবদান রাখার উপায় ও সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনার জন্য আগামী ১২ই জুলাই, সোমবার, বাংলাদেশ সময় রাত ৯টা (ইউটিসি +৬)/ভারতীয় সময় রাত ৮টা ৩০ মিনিটে একটি অনলাইন কর্মশালা শুরু হতে যাচ্ছে।

যুক্ত হওয়ার তথ্যাবলী:

আপনাদের অংশগ্রহণ কাম্য। নবাগতদের জন্য বিশেষভাবে এ কর্মশালা সহায়ক হবে বলে আশা করছি।


সবার সুস্বাস্থ্য কামনায়,
অংকন
--
Ankan Ghosh Dastider
User:ANKAN || All Wikimedia Foundation's public Wiki
Secretary || Wikimedia Bangladesh