image.png
সুধী,
আজ ১০ এপ্রিল ২০২৩ থেকে বাংলা উইকিপিডিয়ায় শুরু হয়েছে "চিত্রলেখা ঢাকা ২০২৩" প্রতিযোগিতা। দুইটি ভাগে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে: নতুন নিবন্ধ লিখন এবং উইকিপিডিয়া পাতায় চিত্র যোগ। প্রতিযোগিতাটি আগামী ২৪ এপ্রিল ২০২৩ পর্যন্ত চলবে। অংশগ্রহণের আমন্ত্রণ রইল।

তানভীর আনজুম আদিব
User:Meghmollar2017