সম্মানিত উইকিপিডিয়ানগণ,

আপনারা অবগত আছেন যে বাংলা ভাষায় উইকিমিডিয়া ফাউন্ডেশনের আরো একটি প্রজেক্ট উইকিভ্রমণ চালু করার আবেদন করা হয়েছে। এখন এটি ইনকিউবেটরে আছে পরীক্ষামূলক ভাবে। আমরা যদি উল্লেখযোগ্য সংখ্যক অবদানকারী এবং গুণগত কিছু কাজ দেখাতে পারি তবে ফাউন্ডেশন থেকে প্রজেক্টটি আমাদের জন্য পুর্ণ ভাবে শুরু করবে। প্রকল্পটি আমাদের জন্য অনেক উপকারী হবে বলে মনে করছি। তাই সবাইকে  অনুরোধ করবো উইকিপিডিয়ার পাশাপাশি উইকিভ্রমণেও অবদান রাখবেন। অবদান রাখার জন্য ছোট্ট একটা টিউটোরিয়াল আপনাদের সাথে শেয়ার করছি। এখানে খুব সামান্যই দেখানো হয়েছে। আপাতত সামান্য থেকেই শুরু হোক, প্রকল্পটা যেন অবদানকারীর অভাবে হাতছাড়া না হয়, সেদিকে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। 


Virus-free. www.avast.com