সুধী,

আনন্দের সাথে জানাতে চাই যে আগামী ২৭ জানুয়ারি, বুধবার, সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত আমরা অনলাইনে বাংলা উইকিপিডিয়ার সপ্তদশ জন্মদিন উদযাপন করতে যাচ্ছি। বিশেষ এ দিন উপলক্ষে আমরা একত্রীত হয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগাভাগি করব, ভবিষ্যৎ নিয়ে আলোচনা করব, এবং সর্বোপরি আড্ডা দেব। :)

গুগল মিটে যুক্ত হোন: https://meet.google.com/yvm-noyn-mbp

বিস্তারিত: https://bd.wikimedia.org/s/1xr
ফেসবুক ইভেন্ট পাতা: বাংলা উইকিপিডিয়ার সপ্তদশ জন্মদিন উদযাপন

আপনাদের উপস্থিতি একান্তভাবে কাম্য।


শুভেচ্ছান্তে,
অংকন

--
Ankan Ghosh Dastider
User:ANKAN || All Wikimedia Foundation's public Wiki  
Secretary || Wikimedia Bangladesh