প্রিয় সবাই,

শুভেচ্ছা নেবেন। আপনারা জানেন যে গত ২১ ফেব্রুয়ারি, ২০২১ থেকে ১১ এপ্রিল, ২০২১ পর্যন্ত বাংলা উইকিপিডিয়ায় বিদ্যমান নিবন্ধের মানোন্নয়নের লক্ষ্যে অমর একুশে নিবন্ধ প্রতিযোগিতা ২০২১ আয়োজিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীগণ গুরুত্বপূর্ণ বিষয়াবলীর নিবন্ধ বাংলায় অনুবাদ করে সম্পূর্ণ করেন। এ প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল ও সম্পর্কিত পরিসংখ্যান দেখুন এখানে। প্রতিযোগিতায় মোট ১৫৭টি নিবন্ধ জমা পড়েছে। পর্যালোচকগণের যাচাই-বাছাই শেষে মোট ১১৪টি নিবন্ধ গৃহীত হয়েছে। প্রতিযোগিতার সকল অংশগ্রহণকারীকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।

পর্যালোচকগণ এ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে বিশেষভাবে অবদান রেখেছেন। কয়েকজনের সক্রিয়তা ছিল রীতিমত অসামান্য। সকল পর্যালোচকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।


ধন্যবাদান্তে,

অংকন ঘোষ দস্তিদার

--
Ankan Ghosh Dastider
User:ANKAN || All Wikimedia Foundation's public Wiki
Secretary || Wikimedia Bangladesh