আজকে আমার কলেজ রাজশাহী কলেজ এ স্নাতক শ্রেনীর নবীনদের জন্য একটা কুইজ প্রতিযোগিতা এর আয়োজন করেছিলাম। নিয়ম ছিলো, যে কেও মোবাইল ইন্টারনেট ব্যাবহার করে উত্তর খুজতে পারবে, কিন্তু একে অপরের সাথে কথা বলতে পারবে না।

এটা শুরু হওয়ার আগে সবাইকে উইকিপিডিয়া সম্পর্কে ১০ মিনিট ব্রিফ দিয়েছিলাম। ৫০ জন এর প্রায় ২০ জন ই মোবাইল এ উত্তর খুজেছে এবং প্রশ্ন এমনভাবে সেট করেছিলাম যার উত্তর কারো সহজে জানার কথা না এবং শুধুমাত্র উইকিপিডিয়ায় পাওয়া সম্ভব। আগামীকালকে ২ জনকে একটা করে বই দিবো।

আসলে এই বই দুইটা দুইজন ছাত্র ছাত্রীকে সৌজন্য হিসেবে দেওয়ার জন্য আমাকে দিয়েছিলো। সেখান থেকেই মাথায় এই আইডিয়াটা এসেছে এবং এটা বেশ ভালো একটা পদ্ধতি মনে হয়েছে নতুনদের কে উইকিপিডিয়ার সাথে পরিচয় করাতে।