প্রিয় সবাই,

আনন্দের সাথে উইকিমিটআপ ঢাকা ১৪ -তে যোগ দেবার আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। উইকিমিটআপ ঢাকা ১৪ এর জন্য আগামী ২৯ জানুয়ারী, ২০১৩, মঙ্গলবার, নির্ধারণ করা হয়েছে। ইংরেজি উইকিপিডিয়ার অত্যন্ত সক্রিয় উইকিপিডিয়ানদের একজন, Lane Rasberry এক ব্যক্তিগত সফরে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন এবং বাংলাদেশী উইকিপিডিয়ানদের সাথে সাক্ষাৎ করতে তিনি অত্যন্ত আগ্রহী। আমাদের অতিথির সুবিধার্থে এবারের উইকিমিটআপ কিছুটা এগিয়ে এনে কর্মদিবসে করতে হচ্ছে। এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি।

উইকিমিটআপের তথ্যাদি:
-------------------------------
তারিখ: ২৯ জানুয়ারি ২০১৩, মঙ্গলবার
সময়: বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬ টা
স্থান: ধানমন্ডি লেক, বঙ্গবন্ধু স্মৃতি যাদুঘরের উল্টো পাশে (ধানমন্ডি ৩২)


উইকিমিটআপের উইকিপেজ:
http://en.wikipedia.org/wiki/Wikipedia:Meetup/Dhaka/Dhaka14


উইকিমিটআপ ঢাকা ১৪ ফেসবুক ইভেন্ট:
https://www.facebook.com/events/404238212994533/


প্রয়োজনে যোগযোগ করার জন্য ফোন নম্বর:
শাবাব মুস্তাফা - ০১৯১১ ৯৩ ৯৯ ২১
তানভির রহমান - ০১৬৭০ ০৯ ১৩ ৮৭

ধন্যবাদ।
---
Shabab Mustafa