প্রিয় সবাই,

শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আগামী ৯ আগস্ট কানাডায় অনুষ্ঠেয় ‘উইকিম্যানিয়া’য় বাংলাদেশ থেকে যোগ দেবে বাংলা উইকিপিডিয়ার প্রশাসক ও উইকিমিডিয়া বাংলাদেশের কোষাধ্যক্ষ তানভির মোর্শেদ। আগামী ৮ আগস্ট রাত ৩টার ফ্লাইটে রওয়ানা দিবে তানভির। তানভির ছাড়াও এ বছর আমাদের বাংলা উইকিপিডিয়ার আরো দুই সক্রিয় প্রশাসক নাহিদ সুলতান এবং মহীন রীয়াদ উইকিম্যানিয়ায় যোগ দেওয়ার জন্য বৃত্তি পেয়েছিল। কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতায় তারা উইকিম্যানিয়ায় যোগ দিতে পারছে না। 

তাই সব ঠিক থাকলে চলতি বছর বাংলাদেশ থেকে একমাত্র সদস্য হিসেবে তানভির মোর্শেদ​ উইকিম্যানিয়ায় যোগ দেবে। তানভিরের জন্য শুভকামনা।

​হাছিব​

--
Nurunnaby Chowdhury (Hasive) :: নুরুন্নবী চৌধুরী (হাছিব)
User: Hasive | GSM/WhatsApp/Viber: +8801712754752
Administrator | Bengali Wikipedia