আগের চাইতে কিছুটা সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ।
---
Shabab Mustafa



2012/3/27 Tanvir Rahman <wikitanvir@gmail.com>
সুধী,

বেশ কিছুদিন আলোচনার পর গতকাল, ২৬ মার্চ বাংলা উইকিপিডিয়ার নতুন প্রধান পাতা চালু হয়েছে। বাংলা উইকিপিডিয়ার আগের প্রধান পাতাটি অনাকর্ষণীয় -- এমন মত বেশ আগে থেকেই আমরা পেয়ে আসছিলাম। পরবর্তীতে বেশ কিছুদিন আগে বাংলা উইকিপিডিয়ায় নতুন প্রধান পাতার ডিজাইন শুরু হয়। জমা পড়া মোট তিনটি ডিজাইন থেকে একটি বেছে নিয়ে এবং অনেক যোজন-বিয়োজনের পর এই নতুন পাতাটি নির্বাচিত করা হয়।

নতুন এই প্রধান পাতায় এবার নির্বাচিত নিবন্ধের সাথে ভালো নিবন্ধগুলোও যোগ করা হয়েছে। সেই সাথে আপনি জানেন কি, ভালো নিবন্ধ, ও নির্বাচিত নিবন্ধে র্যান্ডম সুইচিং চালু করা হয়েছে তাই আপনারা প্রতিবার পার্জ (পাতার সর্বডানে ওপরে হালনাগাদ লিংকটি দেখুন) করলে নতুন নিবন্ধ/তথ্য আসবে।

আপনাদের সবার অংশগ্রহণে বাংলা উইকিপিডিয়া এগিয়ে যাক, এই শুভকামনা।

তানভির

_______________________________________________
Wikipedia-BN mailing list
Wikipedia-BN@lists.wikimedia.org
https://lists.wikimedia.org/mailman/listinfo/wikipedia-bn